বাতিল ট্রাম্প-বিডেনের দ্বিতীয় বিতর্ক
সত্যি হল আশঙ্কা! বাতিল হয়ে গেল দ্বিতীয় ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’। ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সঙ্গে মুখোমুখি বিতর্ক চেয়েছিলেন কোভিড ‘জয়ী’ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। রাজি হয়নি কমিশন অব প্রেসিডেন্সিয়াল ডিবেট (সিপিডি)। প্রস্তাব দেওয়া হয় ভার্চুয়াল বিতর্কের। নাকচ করে দেন ডোনাল্ড ট্রাম্প। এই টানাপোড়েনের মধ্যেই দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল করার কথা ঘোষণা করল ডিবেট কমিশন। জানানো হল, দুই প্রার্থীই ১৫ অক্টোবর পৃথক পৃথক কর্মসূচির পরিকল্পনা করছেন।
বিতর্ক না হওয়ায় ডেমোক্র্যাট প্রার্থীই লাভবান হবেন বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক লুন্টজ। তাঁর মতে, প্রেসিডেন্সিয়াল বিতর্কে যোগ না দিয়ে ট্রাম্পের পক্ষে বিডেনকে রোখা সম্ভব নয়। বিদায়ী প্রেসিডেন্ট কী কী কাজ করেছেন, ভবিষ্যতে তাঁর কী পরিকল্পনা রয়েছে—ভোটারদের জানানোর জন্য বিতর্ক সভাগুলি প্রয়োজন।
রিপাবলিকানদের ‘ঘরের লোক’ ফ্র্যাঙ্কের মতে, শেষ দু’টি বিতর্ক সভা থেকে নিজের অবস্থান স্পষ্ট করার সুযোগ ছিল ট্রাম্পের। কিন্তু করোনার সংক্রমণের আশঙ্কায় বিডেন মুখোমুখি বিতর্কে রাজি হননি। সেক্ষেত্রে কৌশলগতভাবে ভার্চুয়াল বিতর্কে যোগ দেওয়া উচিত ছিল বিদায়ী প্রেসিডেন্টের।
ভার্চুয়াল বিতর্কে অংশ না নেওয়ায় ট্রাম্পকে একহাত নিয়েছেন বিডেন। বলেন, ‘এই বিতর্কে শ্রোতাদের প্রশ্ন করার সুযোগ ছিল। প্রেসিডেন্ট তা এড়িয়ে গেলেন। যা অত্যন্ত লজ্জাজনক। তবে আমি একেবারেই অবাক হইনি।
ট্রাম্পের কাছে উত্তর দেওয়ার কিছুই নেই।’ রিপাবলিকান শিবির অবশ্য এই দাবি মানতে নারাজ। টিম ট্রাম্প সূত্রে খবর, করোনা মুক্ত হওয়ার পর হোয়াইট হাউসেই প্রথম আলোচনাসভায় যোগ দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে যোগদানকারীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি চলবে একদফা প্রশ্নোত্তর পর্বও।
ট্রাম্প কোভিড পজিটিভ হওয়ায় ডিবেট কমিশন ভার্চুয়াল বিতর্কের প্রস্তাব দেয়। তা প্রেসিডেন্টের না–পসন্দ। টিনি সাফ বলেন, ‘ভার্চুয়াল বিতর্ক আমার কাছে গ্রহণযোগ্য নয়।’ বিডেন আবার জানান, ট্রাম্প সুস্থ হয়ে বিতর্ক মঞ্চে ফিরুন। দু’পক্ষের অনড় অবস্থানের জেরে বিতর্কসভাই বাতিল হয়ে যায়। আপাতত শেষ বিতর্কসভার জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগামী ২২ অক্টোবর টেনেসির ন্যাশভিলে শেষ বিতর্কটি অনুষ্ঠিত হবে। ডেমোক্র্যাটদের দাবি, এর মধ্যে ট্রাম্পের কোয়ারেন্টাইনের সময়ও সরকারিভাবে শেষ হয়ে যাবে। মুখোমুখি বিতর্কে কোনও বাধা থাকবে না।