প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলমান লেফটেন্যান্ট গভর্নর পেল ভার্জিনিয়া

November 5, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৬:  মামদানির পর ইতিহাস গড়লেন গাজালা হাসমি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলমান লেফটেন্যান্ট গভর্নর পেল ভার্জিনিয়া। ডেমোক্র্যাট প্রার্থী গাজালা রিপাবলিকান জন রিডকে নির্বাচনে হারিয়ে দিয়েছেন। বর্তমানে ১৫ তম সেনেটোরিয়াল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে ভার্জিনিয়া সেনেটে কাজ করছেন তিনি।

১৯৬৪ সালের ৫ জুলাই হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন গাজালা। চার বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তাঁর বাবা অধ্যাপক জিয়া হাসমি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাঁর বেড়ে ওঠা জর্জিয়ার স্টেটসবোরোয়। জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং আটলান্টার এমোরি ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেন।

২০১৯ সালে গাজালা সক্রিয়ভাবে রাজনীতি হাতেখড়ি হয় তাঁর। তারপর ভার্জিনিয়া জেনারেল অ্যাসেম্বলির জন্য নির্বাচিত হন। ২০১৯ সালেই প্রথমবার ভার্জিনিয়া অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন এবং ২০২৩ সালে পুনরায় তিনি নির্বাচিত হন। ২০২০ সাল থেকে তিনি ভার্জিনিয়া রাজ্যের সেনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে তাঁকে সেনেট শিক্ষা ও স্বাস্থ্য কমিটির চেয়ারপার্সন মনোনীত করা হয়। এবার তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen