আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথে সুনীল ছেত্রী , “এখন শেষ লক্ষ্য শুধু …”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৭: ভারতের ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে চলেছেন সুনীল ছেত্রী। দীর্ঘ দুই দশকের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোপুরি ভাবে ইতি টানতে চলেছেন তিনি। ছেত্রী আগেই ২০২৪ সালের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে চলতি বছরের জুনে ভারতের তৎকালীন কোচ মানোলো মার্কেজ তাঁকে আবারও দলে ফেরান, ২০২৭ এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বে নেতৃত্ব দেওয়ার জন্য। শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ছেত্রী সর্বোচ্চটা দিতে চেয়েছিলেন, কিন্তু ভারত কোয়ালিফাই করতে পারেনি। এরপরই তিনি জানান, এবার সত্যিই সময় এসেছে বিদায় বলার।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ছেত্রী বলেন, “এই মরশুমে আমার লক্ষ্য ১৫টা গোল করা, তারপর অবসর নেওয়া। যদি আইএসএল জিতি, তাহলে ক্লাবের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারব। কিন্তু ৪২ বছর বয়সে এটা সহজ নয়।” বর্তমান জাতীয় কোচ খালিদ জামিলের সঙ্গে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথা বলা নিয়ে ছেত্রী জানান, “খালিদ স্যারের সঙ্গে কথা বলা সহজ ছিল। আমি জানতাম, বাছাইপর্বেই আমার ভূমিকা সীমিত থাকবে। যদি বাছাইপর্ব না থাকত, হয়তো ফিরতামই না।”
আইএসএলে ১৪ গোল করার অসাধারণ ফর্মেই তাঁকে আবার দলে ডাক দেন মার্কেজ। কিন্তু ছয় ম্যাচে তাঁর একটিমাত্র গোল আসে। তবুও, সক্রিয় ফুটবলারদের মধ্যে তিনি রয়েছেন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে, রোনালডো ও মেসির পরেই।
নিজের পারফরম্যান্স নিয়ে অনুতাপ আছে কি না জানতে চাইলে ছেত্রী বলেন, “আমি জানতাম কী হতে পারে। কোনও ব্যক্তিগত আফসোস নেই, আফসোস একটাই—ভারত কোয়ালিফাই করতে পারেনি। তবে চারটা ম্যাচে আমি আমার সবটা দিয়েছি।”