Drug OD: দেশে মাদকাসক্তিতে মৃত্যু বেড়েই চলেছে, ২০২৩ সালে প্রতি সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন

November 9, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: ভারতে মাদকাসক্তির (Drug Overdose) কারণে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে গড়ে প্রতি সপ্তাহে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে মাদক ওষুধের অতিমাত্রায় সেবনের কারণে। প্রায় প্রতিদিনই দু’জন মানুষ এই নেশার বলি হচ্ছেন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এই কারণে মোট ৩,২৯০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে, এবং এই ৫ বছরের গড় হার প্রায় একই রয়ে গিয়েছে।

তবে এই পরিসংখ্যানের চেয়েও ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে অজানা সংখ্যাগুলিতে। এনসিআরবি শুধু নিশ্চিত মৃত্যুর তথ্যই প্রকাশ করে, কিন্তু এমন বহু মৃত্যু রয়েছে যা হয় রিপোর্টই হয়নি, নয়তো অন্য কোনও কারণে মৃত্যুর হিসেবেই নথিভুক্ত হয়েছে। তাছাড়া, রিপোর্টে কোথাও উল্লেখ করা হয়নি যে এই অতিমাত্রায় সেবন মাদকজাত পদার্থের জন্য, নাকি প্রেসক্রিপশন ওষুধের জন্য হয়েছে।

২০১৯ সালে দেশে ৭০৪ জনের মৃত্যু হয়েছিল মাদকাসক্তির কারণে। পরের বছর, ২০২০ সালে, কোভিড লকডাউনের প্রভাবে সেই সংখ্যা নেমে আসে ৫১৪-তে। কিন্তু ২০২১ সালে ফের উদ্বেগজনক বৃদ্ধি ঘটে। ওই বছরই রেকর্ড ৭৩৭ জনের মৃত্যু হয়, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালে কিছুটা কমে ৬৮১-তে দাঁড়ালেও, ২০২৩ সালে ফের ৬৫৪ জন প্রাণ হারিয়েছেন একই কারণে।

বিশেষজ্ঞদের মতে, এই ওঠানামা মাদক সমস্যার জটিল বাস্তবতাকে তুলে ধরে। সরকারি উদ্যোগ ও সামাজিক সচেতনতা সত্ত্বেও, মাদক ব্যবহার ও তার প্রাণঘাতী প্রভাব দেশের যুবসমাজের জন্য এক গভীর সংকট হিসেবে রয়ে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen