Kolkata Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড লালবাজারের কাছে, পুড়ে ছাই মার্কেটের একাংশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। পুড়ে ছাই এজরা স্ট্রিট মার্কেটের একাংশ। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। যে গোডাউনে আগুন লেগেছে সেখানে প্রচুর বৈদ্যুতিন সরঞ্জাম এবং বৈদ্যুতিক তার মজুত ছিল। দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেনি দমকল। গ্রিল কেটে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকল কর্মীরা
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। দমকল এখনও নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি।
শনিবার ভোরে লালবাজারের কাছে এজ়রা স্ট্রিটের একটি গুদামে আগুন লেগে যায়। এখনও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এজরা স্ট্রিটের বহুতলে প্রথমে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায়। ঘিঞ্জি বহুতলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। শুধু ওই বহুতলই নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলা প্রথমে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করে সকলকে সতর্ক করা হয়। এর পরে জোয়ারের মতো আগুন ছুটে যায় সারি সারি দোকানের দিকে। সামান্য জোড়ালো হাওয়াও আগুনের বিস্তার আরও ভয়ঙ্কর করে তুলেছে।
একজন স্থানীয় বললেন, “যেদিকে চোখ যায় পুরোটাই আগুন। দোকান, গুদাম, ঘর—সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শ্বাস নেওয়া মুশকিল হয়ে উঠেছে।”
এলাকার বহু দোকানেই নানা ধরনের দাহ্য বৈদ্যুতিন সামগ্রী, তার, প্লাস্টিক, ফোম, আলোকসজ্জা মজুত থাকে। ফলে আগুনের বলয় মুহূর্তে বড় আকার নেয়। শিখা এতটাই উঁচু যে আশপাশে থাকা আবাসনগুলিও চরম আতঙ্কে। কিছু বাসিন্দাকে দ্রুত সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।