হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারত অধিনায়ক গিল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় দিনের খেলার শেষে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। ব্যাট করতে নেমে হার্মারকে সুইপ করার পরই বিপত্তি বাড়ে। ব্যথা শুরু হয়। শেষ পর্যন্ত ব্যথা নিয়েই মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ইডেন টেস্টে আর খেলতে পারেননি তিনি। আজ সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হওয়ার পর গিলকে দেখতে গিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। জানা গিয়েছে, দু’জনের মধ্যে ১০-১৫ মিনিট কথা হয়। গিলের স্বাস্থ্য এবং ইডেন টেস্ট নিয়েও কথা হয়েছে দু’জনের।
আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গিল।
জানা গিয়েছে, গিলের ঘাড়ের সমস্যার উন্নতি হয়েছে কিছুটা। সেই কারণে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে কিছুটা স্বস্তিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।