ডিসেম্বরেই আধার কার্ডে বড় বদল, কেমন হবে নতুন ডিজাইন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮: ৩৭: আগামী মাস থেকেই আমূল বদলে যাচ্ছে আধার কার্ডের ডিজাইন (Aadhar card design)। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরের শেষে নতুন আধার কার্ড চালু হতে চলেছে। সংস্থার সিইও ভূপেশ কুমার (Bhupesh Kumar) সম্প্রতি এই বিষয়ে ঘোষণা করেছেন।
নতুন আধার কার্ডে আর থাকছে না নাগরিকের নাম, ঠিকানা বা ব্যক্তিগত কোনো তথ্য। কার্ডে থাকবে শুধুমাত্র ছবি এবং একটি QR কোড। এই QR কোডেই থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য। তবে, QR কোড স্ক্যান করতে হবে সম্পূর্ণ নতুন আধার অ্যাপের মাধ্যমে- এই অ্যাপ mAadhar-এর পরিবর্তে নিয়ে আসবে UIDAI। QR কোড স্ক্যান করলেই আধারধারীর তথ্য মিলবে নতুন অ্যাপে।
UIDAI-এর তরফে জানানো হয়েছে, আধার কার্ড থেকে অফলাইন ভেরিফিকেশন (Offline verification) বা তথ্যচুরি রোধ করতেই এই উদ্যোগ। বহু জায়গায় হোটেল, ইভেন্ট সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্যের নিরাপত্তা নিয়ে সংশয় থাকে। আধার আইন অনুযায়ী, অফলাইনে পরিচয়পত্র হিসাবে এইভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করার নিয়ম নেই, প্রতিলিপি জমা রাখা যাবে না। আধারের তথ্যচুরি বন্ধ করতে নতুন ডিজাইন ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সিইও ভূপেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকে নতুন আধার কার্ড দেওয়া শুরু হবে। ভেরিফিকেশনের (Verification) জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে, নাগরিকদের তথ্য কখন, কে সংগ্রহ করছে, UIDAI-এর কাছে সেই তথ্য থাকবেই।