মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্লু লাইনে ব্যাহত পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৩০: শনিবার দুপুরে ফের এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করলেন কলকাতা মেট্রোয়। ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে (mahatma gandhi road metro station)।
ঘটনার জেরে ফের থমকে গিয়েছিল কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)। আপাতত পরিষেবা চালু রয়েছে ভাঙাপথে, দক্ষিণেশ্বর থেকে দমদম এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলছে।
সূত্রের খবর, শনিবার দুপুর ৩টা ৩১ মিনিট নাগাদ মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে এক যাত্রী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। তাঁর মৃত্যু হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকার্যের জন্য ‘পাওয়ার ব্লক’ নেওয়া হয়েছে। এর ফলে কিছু অংশে পরিষেবা বন্ধ রয়েছে। তবে খুব শিগগিরই সম্পূর্ণ রুটে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কলকাতা মেট্রোয় আত্মহত্যা কিংবা আত্মহত্যার চেষ্টার ঘটনা বহুবার ঘটেছে। এ ধরনের ঘটনা রুখতে কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েছে, সচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে, নতুন লাইনগুলিতে স্টেশনে গেট বসানো হয়েছে। তবুও এই ব্যবস্থা কার্যকর হয়নি, সাম্প্রতিক ঘটনাই তার স্পষ্ট প্রমাণ।