৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.২৫: ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এনিউমারেশন ফর্ম (Enumeration form) বিলি ও সংগ্রহের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। যাঁরা ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, তাঁদের নামই উঠবে আসন্ন খসড়া ভোটার তালিকায় (Voter list)। নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে এই তালিকা।
তালিকা পাওয়া যাবে স্থানীয় বুথে, পঞ্চায়েত অফিসে, পুরসভায়, মহকুমাশাসকের দপ্তরে, জেলাশাসকের দপ্তরে, ডিইও ওয়েবসাইটে (DEO website) এবং সিইও ওয়েবসাইটে (CEO website)। এর পাশাপাশি আরও একটি বিশেষ তালিকা প্রকাশিত হবে, যেখানে আলাদা কলামে মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, ভুয়ো ভোটার (Fake voter) এবং স্থানান্তরিত ভোটারের নাম থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি চূড়ান্ত নয়।
যাঁদের নাম বাদ গিয়েছে, বানান ভুল হয়েছে বা ঠিকানা ভুল রয়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি দেখিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। আবার কেউ নতুনভাবে নাম তুলতে চাইলে তাঁকে ৬ নম্বর ফর্ম পূরণ করে ৮ জানুয়ারি পর্যন্ত জমা দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি।