আজ থেকে আরও দামি হল মদ, শীতের মরশুমে কত বাড়ল দর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩২: রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, আজ; ১ ডিসেম্বর থেকে বাংলায় বেড়ে গেল মদের দাম। কার্যকর হল নয়া শুল্ক। রাজ্যের আবগারি দপ্তর জানিয়েছে, বিয়ার ছাড়া দেশি ও বিদেশি সব ধরনের মদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলের দাম ৩০–৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৮০ মিলিলিটার প্যাকেটের দাম বেড়েছে ১০ টাকা। দেশি মদের ক্ষেত্রে অতিরিক্ত ১০ টাকা করে গুনতে হবে।
আবগারি দপ্তর আগেই নির্দেশ দিয়েছিল, যে পরিমাণ মদ মজুত ছিল, তা ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে বিক্রি করে ফেলতে হবে। মজুত থাকা পানীয়-সহ নতুন পণ্য ১ ডিসেম্বর থেকে নয়া দরে বিক্রি করতে হবে। প্রতিটি বোতলে নতুন মূল্যের স্টিকার লাগাতে হবে। পুরনো দামে পানীয় বিক্রি করা যাবে না। কোনও বিক্রেতা পুরনো দরে মদ বিক্রি করতে গিয়ে ধরা পড়লে তার জরিমানা হবে। এমনকী লাইসেন্স বাতিলও হতে পারে।
মদের দর বৃদ্ধির জেরে ২০২৫–২৬ অর্থবর্ষে রাজ্যে কোষাগারে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, যে টাকা আসবে, তা উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ করা হতে পারে। ভোটের আগে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করবে রাজ্য সরকার। তখনই বরাদ্দের কথা ঘোষণা করা হতে পারে। সেই কারণে মদের দর বাড়ানো হতে পারে।