‘একসময় যিনি ভগবান, আজ তিনি শয়তান’, সংহতি দিবসে নাম না করে বিজেপির অভিজিতকে কটাক্ষ কল্যাণের

December 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: শনিবার কলকাতার মেয়ো রোডে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের মঞ্চ থেকে সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) কটাক্ষ করে তিনি বলেন, একসময় যিনি ভগবান হয়ে উঠেছিলেন, আজ তিনি শয়তান হয়ে গিয়েছেন। বক্তব্যে তিনি আরও দাবি করেন, সিপিএমের লোক চাকরি খেতে এসেছিল, কিন্তু তা আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোখ রাঙানো চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগামী দিনের ভবিষ্যৎ, আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ছিলেন, আছেন এবং থাকবেন।

তৃণমূল প্রতি বছর বাবরি মসজিদ ধ্বংসের দিনে সম্প্রীতির বার্তা দিতে সংহতি দিবস পালন করে। এ বছর ছাত্র ও যুব সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করেছে। সভায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা ও হাওড়া থেকে ছাত্র-যুবদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে জানান, কিছু রাজনৈতিক দল রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করছে। বাংলার মাটি একতার মাটি, যা কখনও বিভেদের কাছে মাথা নত করেনি। তিনি লিখেছেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সকলে মিলেমিশে উৎসব ভাগ করে নেয়। ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো শক্তির বিরুদ্ধে লড়াই চলবে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen