ভোটের আগে মতুয়া গড়ে মমতার জনসভা, বৃহস্পতিতে নজর রাজ্যজুড়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই রাজ্যে চড়তে শুরু করেছে ভোটের রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় শুরু হয়েছে শাসক ও বিরোধীদের চাপানউতোর। এই আবহেই এবার নদীয়া জেলায় (Nadia) জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
সম্প্রতি রাজ্যে এসআইআর (SIR)-এর কাজ চলাকালীন সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কাটাতে জেলায় জেলায় সফর শুরু করেছেন মমতা। উত্তর ২৪ পরগনার বনগাঁ, মালদহ এবং মুর্শিদাবাদের পর এবার তাঁর গন্তব্য নদীয়া । দলীয় সূত্রে খবর, আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে সভা করার পর, ১১ ডিসেম্বর কৃষ্ণনগরে (Krishnanagar) জনসভা করবেন তিনি।
শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত ছিলেন এডিজি (সাউথ বেঙ্গল), কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা। মাঠের প্রবেশ পথ, মঞ্চের অবস্থান এবং ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এই সভার বিষয়ে সরকারিভাবে এখনও কোনও লিখিত নির্দেশিকা এসে পৌঁছয়নি। তবে প্রশাসনিক তৎপরতা দেখে এটা স্পষ্ট যে, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ।
রাজনৈতিক মহলের মতে, এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর প্রথম সভাটি করেছিলেন মতুয়া অধ্যুষিত বনগাঁয়। সেখানে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছিলেন, এসআইআর (SIR) নিয়ে ভয়ের কোনও কারণ নেই, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে। তিনি জোর দিয়ে বলেছিলেন, “আমি ভোটের রাজনীতি করি না, মানুষের রাজনীতি করি।” বনগাঁর মতোই নদীয়া তেও মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশের বসবাস। তাই কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশ্যে নতুন কী বার্তা দেন বা এসআইআর নিয়ে কী অবস্থান স্পষ্ট করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।