IndiGo Flight Disaster: আজও বাতিল প্রায় আড়াইশো উড়ান, ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কেন্দ্র

December 9, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪১: অচলাবস্থা কাটছে না কোনও মতেই! আজ অচলাবস্থার অষ্টম দিন অর্থাৎ মঙ্গলবারেও ইন্ডিগোর প্রায় আড়াইশোটি উড়ান বাতিল হয়েছে। শোনা যাচ্ছে, পরিষেবা বিভ্রাট এবং যাত্রী হেনস্তার পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, ইন্ডিগোর থেকে দিনে অন্তত ১১০টি উড়ান কেড়ে নেওয়া হতে পারে। যেসমস্ত উড়ান সংস্থার পরিষেবা সচল রয়েছে, তাদের এই উড়ান পরিচালনার ভার দিতে পারে কেন্দ্র।

সোমবার রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু বলেন, “আমরা পাইলট, বিমানকর্মী ও যাত্রীদের দেখভাল করি। যা নিয়ে সমস্ত বিমান সংস্থাকে স্পষ্ট করে জানানো হয়েছে। ইন্ডিগোর উচিত ছিল পরিষেবা সঠিক রাখা। যাত্রীরা ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছেন। এই পরিস্থিতিকে আমরা হালকাভাবে নিচ্ছি না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বিমান সংস্থার জন্য দৃষ্টান্ত স্থাপন করব। নির্দেশিকা অমান্য হলে ব্যবস্থা নেওয়া হবে।”

আজ, মঙ্গলবার উড়ান সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ইন্ডিগোর থেকে কেড়ে নিয়ে কোন কোন সংস্থার মধ্যে উড়ান ভাগ করে দেওয়া হবে তা নিয়ে আলোচনা হতে পারে। পরিষেবার নিরিখে দেশের অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো। দৈনিক উড়ানের সংখ্যা ২৩০০টি। গত সাতদিন ধরে ইন্ডিগোর পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আজও চলছে ভোগান্তি। সূত্রের খবর, শাস্তি হিসাবে৫ শতাংশ অর্থাৎ দৈনিক ১১০টি উড়ান হারাতে চলেছে ইন্ডিগো। শোনা যাচ্ছে, কয়েকদিন পর ইন্ডিগো থেকে আরও ৫ শতাংশ উড়ান কেড়ে নেওয়া হতে পারে। এছাড়াও ইন্ডিগোর বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। সংস্থার আধিকারিকরাও শাস্তি পেতে পারেন।

মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ইন্ডিগোর ২০০-রও বেশি উড়ান বাতিল হয়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে ১২১টি, হায়দ্রাবাদে ৫৮টি, চেন্নাইতে ৪১টি, আহমদাবাদে ১৬টি এবং তিরুঅনন্তপুরমে ৪টি উড়ান বাতিল হয়েছে। সোমবার রাত পর্যন্ত যাত্রীদের ৪,৫০০ মালপত্র এবং টিকিটের ভাড়া-বাবদ ৮২৭ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি যাত্রীদের টাকাও শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen