আরএসএস এর অঙ্গুলিহেলনে চলেন রাজ্যপাল? বেফাঁস টুইট ধনখড়ের

বরাবরের মত একদম বিজেপির ভাষায় আজ ট্যুইট করেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকড়।

October 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে রাজ্যকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস কাজ করে বসলেন রাজ্যপাল ধনখড়। বরাবরের মত একদম বিজেপির ভাষায় আজ ট্যুইট করেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকড়।

উদ্বেগজনক বিষয় হল, উনি এই ট্যুইটের সঙ্গে দুটি ফটো শেয়ার করেন। সেখানে একটি ফটো ওনার ফোনের স্ক্রিনশট। তাতে দেখা যাচ্ছে তাঁকে এই ফটো পাঠিয়েছেন নামের এক ব্যক্তি যার নাম আরএসএস সুধীর হিসেবে সেভ করে।

বেগতিক দেখে তড়িঘড়ি তিনি ঐ ট্যুইট মুছে দেন। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যপাল কি তবে আরএসএসের নির্দেশেই সমস্ত কাজ করেন?

উল্লেখ্য, ওনার এই টুইট এর ছবি পোস্ট করে ধনখড় কে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, রাজ্যের সাংবিধানিক প্রধান কি তাহলে আরএসএস এর কথায় কাজ করেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen