← রাজ্য বিভাগে ফিরে যান
পুজোয় অনুদান, জয় রাজ্যের
দুর্গাপুজো কমিটিগুলোকে ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। করোনা আবহে যাতে স্পন্সরশিপ না পাওয়ায় পুজো বন্ধ না হয়, তাই এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের এই উদ্যোগের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। প্রশ্ন তোলা হয় অনুদান নিয়ে। আজ সেই মামলায় বড় জয় পেল রাজ্য সরকার।
একটি অন্তর্বর্তী নির্দেশে কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয় পুজো কমিটিগুলোকে দেওয়া যাবে এই অনুদান। কিন্তু এই অঙ্কের বেশিরভাগটাই খরচ করতে হবে মাস্ক, স্যানিটাইজার কিনতে। আর ২৫% টাকা খরচ করতে হবে পুলিশ-জনতা বন্ডিং এর জন্য। খরচের হিসেব আদালতে পেশ করতে হবে এবং তার অডিটও হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।