সাগর সফরে মমতা, SIR-র শুনানি পর্ব, মাদুরো অপহরণ পরবর্তী পরিস্থিতি, আজ নজর কোন কোন খবরে?

January 5, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৩০:

সাগর সফরে মমতা
পৌষ সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে পুণ্যস্নান করেন, সেই উপলক্ষ্যে আয়োজিত হয় মেলা। ১০-১৬ জানুয়ারি সাগরদ্বীপের সৈকতে মেলা বসবে। মেলার আয়োজন করে রাজ্য সরকার। তার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজই মুড়িগঙ্গার উপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর সেতুর শিলান্যাস করবেন মমতা।

SIR-র শুনানি পর্ব
জেলায় জেলায় শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করছে কমিশন। ‘নো ম্যাপিং’ ভোটারদের শুনানি চলছে বর্তমানে। তার পর ‘প্রজেনি ম্যাপড ভোটার’দের ডেকে শুনানি করা হবে। জেলায় জেলায় ‘অব্যবস্থা’র অভিযোগ উঠছে। বৃদ্ধ, অসুস্থদের হয়রানির অভিযোগও উঠছে। কমিশন রাজ্যের সিইও দপ্তরকে আরও শুনানিকেন্দ্র চালু করার জন্য অনুমতি দিয়েছে। বাংলার ১২ জেলায় ১৬০টি অতিরিক্ত শুনানিকেন্দ্র খোলা হয়েছে।

মাদুরো অপহরণ পরবর্তী পরিস্থিতি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী। এহেন পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে চীন, রাশিয়া, ইরান, কিউবার মতো দেশগুলি। আমেরিকাতেও সমালোচনার ঝড় বইছে। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস থেকে নিউ ইয়র্কের মেয়র মামদানিও সরব হয়েছেন। চাপের মুখে ট্রাম্প কী করেন, সেদিকে নজর থাকবে।

ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক
আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আজ, সোমবার কমিশনের দিল্লির দপ্তরে ওই বৈঠক হবে। বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল।

সুপ্রিম কোর্টে উমর খালিদের জামিন মামলার রায়
২০২০ সালে দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটেছিল। ৫৩ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অনেকে। এর পর দিল্লি পুলিশ ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তার করে। শারজিল ইমাম, মিরান হায়দার, গুলফিশা ফাতিমা এবং শিফা উর রহমানদের গ্রেপ্তার করা হয়। দিল্লি হাই কোর্ট জামিনের আবেদন খারিজ করার পরে তাঁরা সুপ্রিম কোর্টে যান। দীর্ঘ শুনানির পরে সোমবার রায় দেবে শীর্ষ আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen