বিজয় হাজারে ট্রফির মাঝেই SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ মহম্মদ শামির নাম এবার উঠে এল SIR শুনানির তালিকায়। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামিকে সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলে শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিস পাঠানো হয়। তবে পেশাদার ক্রিকেটের ব্যস্ততার কারণে আপাতত সেখানে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না বাংলার এই পেসারের।
বর্তমানে শামি ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলতে রাজকোটে রয়েছেন। জানা গিয়েছে, অন্তত ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা তাঁর। বাংলা দল পরবর্তী রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি থেকে ফের ম্যাচের ব্যস্ততা শুরু হবে। এই পরিস্থিতিতে শামির পরিবারের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, খেলা শেষ করে শহরে ফিরলেই তিনি এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে শামির শুনানিতে হাজিরার সুযোগ রাখা হয়েছে। শহরের বাইরে থাকার বিষয়টি বিবেচনা করেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এ বিষয়ে ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, কার্জননগর স্কুলের কাছেই শামির বাড়ি। ভিনরাজ্যে খেলার সময় প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা উচিত। সংশ্লিষ্ট বিএলও এবং শাসকদলের বিএলএ ও বিএলএ-২ বিষয়টি দেখবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন।