BCCI-র সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ, IPL সম্প্রচার আপাতত দেশে বন্ধ করলো ইউনুস সরকার

January 5, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২১: মুস্তাফিজুর বিতর্কের পর এবার বাংলাদেশ সরকার দেশের সব টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা বোলার মুস্তাফিজুর রহমান কে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অপ্রত্যাশিতভাবে দলে না রাখার ঘোষণা। মুস্তাফিজুর, যিনি বাংলাদেশের ক্রীড়া অনুরাগীদের কাছে আইকন, তিনি IPL-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা ছিল। কিন্তু BCCI কোনো স্পষ্ট বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দিয়ে তাকে দলের বাইরে রাখায় ঢাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, “BCCI’র নির্দেশে মুস্তাফিজুর রহমানকে KKR দলে অন্তর্ভুক্ত না করার বিষয়টি আমাদের জানা গেছে। এর কোনো যৌক্তিক কারণ প্রদান করা হয়নি। এমন সিদ্ধান্ত জনগণকে ব্যথিত ও অভিভূত করেছে। সুতরাং, সর্বাত্মক নির্দেশক্রমে বাংলাদেশে IPL-এর সব ম্যাচ এবং প্রোগ্রামের সম্প্রচার আপাতত বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে।”

ঘটনাটি কেবল IPL সম্প্রচারে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-কে অনুরোধ করেছে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের। BCB জানিয়েছে, ভারতে খেলাতে দলের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার অভাব আছে। এই পদক্ষেপ ভারতের সঙ্গে ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজেও প্রভাব ফেলতে পারে এবং সম্ভাব্য “পাকিস্তান-স্টাইল” দূরত্ব তৈরি করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen