সিউড়ি হল ‘সৌদি স্টেশন’, রেলের বাংলা বিভ্রাটে ক্ষুব্ধ নেটপাড়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে জুটছে মার, প্রশাসনিকভাবে করা হচ্ছে হেনস্থা, এমনকি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের প্রাণে মেরে ফেলার অভিযোগও উঠেছে। বাংলাকে বলা হচ্ছে বাংলাদেশি ভাষা। এবার বাংলা নিয়ে বিতর্ক জড়ালো রেলমন্ত্রক। ভারতীয় রেলের দৌলতে বীরভূমে উঠে এল সৌদি আরব! ‘সিউড়ি’ স্টেশন হয়ে গিয়েছে ‘সৌদি স্টেশন’! যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে আরম্ভ হয়েছে নেটপাড়ায়। নেটিজেনরা রীতিমতো ক্ষিপ্ত! কেউ কেউ বলছেন, অবাঙালিদের দিয়ে কাজ করানো হচ্ছে বলে এই অবস্থা। আবার কারও কারও মতে, অ্যাপে ইংরেজির অনুবাদ করতে গিয়েই এই হাল।
মিনিস্ট্রি অফ রেলওয়েস, গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজে সিউড়ি স্টেশনে আধুনিকীকরণের ছবি তুলে ধরা হয়েছে। পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, ‘সৌদি রেল স্টেশন’। অমৃত স্টেশনের কয়েকটি ছবি দিয়ে লেখা হয়েছে, ‘‘রেল উন্নয়নের নতুন পরিচয় হল পশ্চিমঙ্গের সৌদি রেলস্টেশন। স্টেশন বিল্ডিং, স্টেশন, বিশ্রামাগারের ছবি দিয়ে লেখা হয়েছে, গ্র্যান্ড স্টেশন বিল্ডিং, বিস্তারিত প্ল্যাটফর্ম আশ্রয়কেন্দ্র ও পার্কিং এলাকা। লিফট এবং প্রতিবন্ধী বন্ধুত্বপূর্ণ সুবিধা। ভালো সাইন এবং আরামদায়ক ওয়েটিং রুম।’’
রেলের বাংলার এহেন বহর দেখে আতঙ্কির বাঙালিরাও। কেউ কেউ বলছেন, ভারতীয় রেল বাংলা ভাষার এভাবে হত্যা না করলেও পারত। তবে এ জিনিস নতুন নয়। আগেও এমন গুগল ট্রান্সলেটরের বাংলা মানুষের সামনে তুলে ধরেছে রেল। বিনা টিকিটে মেট্রোযাত্রা রোখার প্রচারে মেট্রো স্টেশনে লেখা রয়েছে, ‘‘বিশাল টিকিট পরীক্ষা অভিযান চলছে। বিব্রত ও লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচতে সর্বদা মেট্রোতে সঠিক টিকিট নিয়ে চড়ুন।’’ বাংলার এহেন বহর দেখে সমালোচনার ঝড় উঠেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এমন ভয়ঙ্কর বাংলা দেখা গিয়েছে সদ্য। স্টেট থেকে রাজ্যের বদলে দেখা হয়েছিল ‘অবস্থা’। ভারতের কোনও রাষ্ট্রভাষা নেই। সেই সংবিধান স্বীকৃত সবক’টি ভাষাই সমান মর্যাদাসম্পন্ন। সেখানে বাংলার মতো একটি ভাষার এহেন অপমানে ক্ষুব্ধ আম বাঙালি।