Census 2027: ঘোষিত হল দিনক্ষণ, দেশে পয়লা এপ্রিল থেকে শুরু হবে জনগণনার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: অবশেষে ঘোষিত হল জনগণনার প্রথম পর্বের দিনক্ষণ। জনগণনার প্রথম পর্ব শুরু হতে চলেছে চলতি বছর ১ এপ্রিল থেকে। বুধবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারিভাবে এমনটাই জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রথম দফা চলবে। দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং দ্বিতীয় ধাপে পপুলেশন এনিউমারেশন।
ভারতের ১৬-তম এবং স্বাধীন ভারতের অষ্টম আদমশুমারি হতে চলেছে ২০২৭ সালের জনগণনা। ১৯৪৮ সালের আদমশুমারি আইন এবং ১৯৯০ সালের আদমশুমারি বিধি অনুযায়ী প্রক্রিয়া চলবে। প্রথমবারের জন্য দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। এই পর্বে কেবল বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে।
কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনও সময় বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে, কবে তথ্য সংগ্রহ হবে তা স্থানীয় প্রশাসন ঠিক করবে। গোটা কাজ ত্রিশ দিন ধরে চলবে। ভোটমুখী রাজ্যগুলিতে ভোটের পরও জনগণনার কাজ করা যেতে পারে। ৩০ দিনের তথ্য সংগ্রহের আগে আম জনতাকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হবে এনিউমারেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর।
এ বছর বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট। এপ্রিল মাসেই নির্বাচন। ভোটের মরশুমে কীভাবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ হবে? ভোট প্রক্রিয়ায় এমনিতেই প্রশাসন ও সরকারের কর্মীদের একটা বড় অংশ যুক্ত থাকে। ফলে এপ্রিল থেকে জনগণনা হলে জোড়া চাপ সামলাবে কী করে?