ভারতীয় পণ্যের উপর বসতে পারে ৫০০ শতাংশ শুল্ক! মার্কিন আইনসভায় আসছে বিল, কী ভাবনা ট্রাম্পের?

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: ক’দিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো হবে। এবার সেই মতো পদক্ষেপ আরম্ভ করল ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ‘শাস্তি’ দিতে বিল পেশ করতে চলেছে ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের উপর আগেই বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে ভারতের পণ্যে তাদের মোট শুল্ক ৫০ শতাংশ। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য এবার ভারতের উপর আরও বোঝা চাপাতে চলেছেন ট্রাম্প। ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০০ শতাংশও করতে পারে আমেরিকা। রিপাবলিকান পার্টির সদস্য লিন্ডসে গ্রাহাম জানান, মার্কিন আইনসভায় শুল্ক সংক্রান্ত বিল পেশ হতে চলেছে।

লিন্ডসে বুধবার ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সমাজ মাধ্যমে তিনি জানান, বিল পেশে অনুমোদন দিয়েছেন ট্রাম্প। লিন্ডসে লেখেন, “যে সমস্ত দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে (রুশ প্রেসিডেন্ট) পুতিনকে যুদ্ধে সাহায্য করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।” রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলিই শাস্তি পাবে বলে জানিয়েছেন লিন্ডসে। লিন্ডসে নিজের পোস্টে ভারত ছাড়াও ব্রাজিল এবং চীনের উল্লেখ করেছেন। ফলে, ব্রাজিল ও চীনের উপরে অতিরিক্ত শুল্কের খাড়া নেমে আসতে পারে বলেই মনে হচ্ছে। আগামী সপ্তাহে বিলটি নিয়ে মার্কিন আইনসভায় ভোটাভুটি হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট। মোট শুল্ক ৫০ শতাংশ। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবে রুশ তেল আমদানি বন্ধ করতে হবে ভারতকে। গত রবিবার ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপানো হবে। ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত। ট্রাম্প প্রশাসন মনে করে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। এখনও পর্যন্ত রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। তাই পুতিনকে দমাতে ভারতের উপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen