ভোট মিটতেই বন্ধ পোর্টাল! বিহারে মহিলাদের ১০ হাজার টাকা দেওয়ার প্রকল্পও জুমলা?

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: ভোট মিটতেই ঝাঁপ বন্ধ যেন! ভোটের মুখে বিহারে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছিল নীতীশের নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভোট মিটতেই বন্ধ হল সেই প্রকল্পের আবেদন করার পোর্টাল। বিরোধীদের অভিযোগ, এটি বিজেপির নয়া জুমলা।

বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার ১০ দিন আগে এই প্রকল্প নিয়ে হাজির হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট ঘোষণার পরও টাকা দেওয়া বন্ধ হয়নি। যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও, কার্যত চুপ ছিল নির্বাচন কমিশন। ভোট মহিলাদের সমর্থন পায় বিজেপি-জেডিইউ। নির্বাচন মিটতেই বন্ধ করে দেওয়া হল ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’য় নাম অন্তর্ভুক্তির কাজ। পোর্টালে নতুন করে আর আবেদন করা যাচ্ছে না বলে খবর। বিরোধীদের অভিযোগ, মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়ার প্রকল্প বিজেপির ‘নয়া জুমলা’।

এই বিষয়ে সমাজ মাধ্যমে তোপ দেগেছে কংগ্রেস। X হ্যান্ডলে রাহুল গান্ধী লেখেন, ‘‘ভোটের সময় বিজেপি-জেডিইউ সরকার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছিল। নির্বাচনে জেতার পর সরকার ওই প্রকল্পে তালা লাগিয়ে দিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে আবেদন জানানোর পোর্টালও। বিজেপি আরও একবার সাধারণ মানুষকে ধোঁকা দিল। প্রতারণা করল। নরেন্দ্র মোদী স্রেফ লোক ঠকানোর রাজনীতি করেন। এই প্রবঞ্চনার জন্য বিহারের জনতা কখনওই মোদী-নীতীশকে ক্ষমা করবে না।’’

বাংলার মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও সরব হন। চন্দ্রিমা বলেন, ‘‘বিজেপি মা’দের অপমান করেছে। ভোটের মুখে এটা যে বিজেপির জুমলা ছিল, তা স্পষ্ট। আমরা যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করি, তা সবার জন্য। কিন্তু বিজেপি-জেডিইউ জোট শুধুমাত্র ভোটের জন্যই যে এই প্রকল্প চালু করেছিল, তা আজ গোটা দেশের সামনে স্পষ্ট হয়ে গেল।’’

উল্লেখ্য, ভোটের মুখে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে ডবল ইঞ্জিন বিহার সরকার। আরও ১৯ লক্ষ আবেদন জমা পড়েছে। ৩১ ডিসেম্বর আবেদন জমা দেওয়ার পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen