শহরে মমতার প্রতিবাদ মিছিল, মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক, শুরু হচ্ছে মেয়েদের IPL, আজ নজর কোন কোন খবরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: আজ পথে নামছেন মমতা
তৃণমূলের পরামর্শদাতা, ভোটকুশলী সংস্থা আইপ্যাকের দপ্তরে এবং সংস্থার কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডির হানাকে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেছেন মমতা। যার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল। আজ দুপুর ২টো থেকে যাদবপুর-৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবাদ মিছিলের সব খবরের দিকে নজর থাকবে।
অভিষেকের জোড়া কর্মসূচি
নতুন বছরের গোড়া থেকে জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহের পর আজ অভিষেকের জোড়া কর্মসূচি রয়েছে নদীয়া ও উত্তর ২৪ পরগনায়। প্রথমে নদিয়ার রানাঘাটে তাঁর জনসভা রয়েছে। তারপর SIR আতঙ্কে মৃত ১০ জনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা করবেন অভিষেক। সেখান থেকে অভিষেক যাবেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। মতুয়া ঠাকুরবাড়িতে যাওয়ার কথা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
শুরু হচ্ছে WPL
আজ শুরু হচ্ছে মেয়েদের আইপিএল অর্থাৎ WPL। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছেন হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স ও স্মৃতির দিল্লি ক্যাপিটালস। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইডির বিরুদ্ধে তৃণমূলের মামলা
বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তৃণমূলের পরামর্শদাতা হিসাবে কাজ করে আইপ্যাক। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে তৃণমূলের কৌশল জানতে, তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতে বিজেপির নির্দেশে এমন কাজ করতে পারে ইডি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। মামলায় ইডি এবং আইপ্যাককে যুক্ত করেছে বাংলার শাসক দল। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটির শুনানি রয়েছে।
নাড্ডার দ্বিতীয় দিনের কর্মসূচি
বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বৃহস্পতিবার রাজ্যে এসেছেন। আজ তিনি একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসারর ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বিকেল ৪টেয় কল্যাণী এইমস-এ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।