স্মৃতি বনাম হরমনপ্রীত দ্বৈরথে শুরু WPL 2026, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি

January 9, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৯: গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স উইমেনের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন এই হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) 2026। লিগের সংক্ষিপ্ত ইতিহাসে এখনও পর্যন্ত একমাত্র চ্যাম্পিয়ন এই দুই দলই। ফলে উদ্বোধনী ম্যাচ থেকেই এই মরসুমে উত্তেজনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য। বিশেষ করে ভারতের সাম্প্রতিক ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট যে নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে, তার ইঙ্গিত মিলবে এই ম্যাচেই।

মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন অভিজ্ঞ তারকাদের পাশাপাশি তরুণ ও আনক্যাপড ক্রিকেটারদের জন্যও এটি বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ। WPL 2026-র প্রথম ম্যাচের চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না।

এই মরসুমটি লিগের জন্য এক বড় রিসেট, কারণ মেগা নিলামের পর দলগুলোর গঠন বদলেছে। মুম্বই ইন্ডিয়ান্স ধারাবাহিকতার উপর ভরসা রেখে আগের চ্যাম্পিয়ন কোরকেই ধরে রেখেছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একেবারে নতুন ছকে দল সাজিয়েছে। এলিস পেরি, রেণুকা সিং ঠাকুর ও আশা শোভানার মতো বড় নামের অনুপস্থিতি RCB-র চেহারা বদলে দিয়েছে।

এলিস পেরির না থাকা যে বড় ধাক্কা, তা স্বীকার করেছেন অধিনায়ক স্মৃতি মন্ধানাও। তবে নিলামের আগেই বিষয়টি জানা থাকায় পরিকল্পনা করতে সুবিধা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পেরির অভাব পূরণে জর্জিয়া ভল, গ্রেস হ্যারিস, নাদিন ডি ক্লার্ক এবং চিরচেনা ম্যাচ-ফিনিশার রিচা ঘোষের উপর ভরসা রাখছে RCB। পাশাপাশি পুজা ভাস্ত্রাকার ও অরুন্ধতী রেড্ডির মতো ভারতীয় অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি তাদের স্থিতিশীলতা। হরমনপ্রীত কৌর, ন্যাট স্কিভার-ব্রান্ট, হেইলি ম্যাথিউজ ও অ্যামেলিয়া কেরকে ঘিরে তৈরি দল ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ। শাবনিম ইসমাইলের নেতৃত্বে শক্তিশালী বোলিং আক্রমণ তাদের আরও ভয়ঙ্কর করে তুলেছে।

আজকের ম্যাচের আবহাওয়া থাকবে বেশ অনুকূল, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সন্ধ্যার দিকে শিশির পড়তে পারে কিছুটা, যা ব্যাটিংয়ের পক্ষে যেতে পারে। এই মাঠে পরিসংখ্যান বলছে, টস জেতা অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিংই করার সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে WPL 2026 শুরু হতে চলেছে এক জমজমাট দ্বৈরথ দিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen