তৃণমূলের নথি চুরির অভিযোগ, এবার ED-র বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মমতাও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: আইপ্যাক দপ্তর থেকে তৃণমূলের নির্বাচন সংক্রান্ত তথ্য ও নথি চুরির অভিযোগে এবার ইডির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মমতা।
বৃহস্পতিবার সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের নির্বাচনী রণকৌশল চুরি করতেই এই অভিযান চালানো হয়েছে। তারপর সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তরে চলে যান মমতা। সেখানেও তল্লাশি চলছিল।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের কৌশল ‘চুরি’ করতেই নাকি ইডিকে ব্যবহার করেছে মোদী সরকার। অন্যদিকে, ইডির দাবি, অনৈতিকভাবে তাঁদের কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাই কোর্টেও ঘটনা পৌঁছয়। বৃহস্পতিবার রাতে ইডির বিরুদ্ধে বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ দায়ের করেছেন আইপ্যাকের কর্ণধারও।
অন্যদিকে, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় কী ঘটেছিল? ঘটনাস্থলে কোন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী? এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইডির তরফে রিপোর্ট পেশ করা হয়েছে অর্থমন্ত্রকে। এরপর অর্থমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠাবে।