IPL 2026 চিন্নাস্বামীতে আর নয়, ঘরের মাঠ বদলাতে তৈরি কোহলির আরসিবি

January 9, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: আইপিএল ২০২৬ মরসুমে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ নিয়ে। সূত্রের খবর, বিরাট কোহলির দল আরসিবি আগামী মরসুমে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরতে চাইছে না। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে আইপিএল ট্রফি জয়ের পর কর্ণাটক রাজধানীতে হওয়া উদযাপন অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা। সেই মর্মান্তিক ঘটনায় ১১ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার পর ব্যাপক নেতিবাচক প্রচারের মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজি।

২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে বেঙ্গালুরুই ছিল আরসিবির ঘরের মাঠ। কিন্তু এখনও পর্যন্ত কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)-এর সঙ্গে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ করেনি ক্লাব কর্তৃপক্ষ। ফলে মার্চ ২১ থেকে আইপিএল শুরু হওয়ার আগে সময়ের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গিয়েছে ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বাধীন কেএসসিএ-র।

এই পরিস্থিতিতে ছত্তিশগড়ের রায়পুর আরসিবির নতুন ‘হোম ভেন্যু’ হওয়ার দৌড়ে এগিয়ে, মধ্যপ্রদেশের ইন্দোরও বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দিল্লির হয়ে বিরাট কোহলির বিজয় হাজারে ম্যাচ শেষ মুহূর্তে চিন্নাস্বামী থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে রাজস্থান রয়্যালসও ২০২৬ আইপিএলে নিজেদের ঘরের মাঠ বদলাচ্ছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিরোধ এবং ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বিতর্কের জেরে সাওয়াই মানসিংহ স্টেডিয়াম ছেড়ে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলবে তারা। পুনের এই মাঠে আগেও একাধিক আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ সফলভাবে আয়োজিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen