SIR নিয়ে আতঙ্ক, ঘুমের মধ্যেই মৃত্যু হাসনাবাদের যুবকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১২: আবার SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ঘুমের মধ্যে মারা গেলেন ৩৮ বছর বয়সী যুবক। আজ, শুক্রবার সকালে তাঁকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যেরা বুঝতে পারেন, ফিরোজ মারা গিয়েছে। পরিবার, SIR আতঙ্ককেই দায়ী করছে। এই মৃত্যুকে কেন্দ্র করে হাসনাবাদের ভেবিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ফিরোজ মোল্লা। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্টের ফিরোজ মোল্লার বাবা-মায়ের নাম আছে। হার্ড কপিতেও, ফিরোজের বাবা-মার নাম আছে। তবে বিএলও অ্যাপে অনলাইন রেকর্ডের সঙ্গে তার মিল পাওয়া যাচ্ছিল না। সেই থেকেই দুশ্চিন্তায় ছিলেন ওই যুবক।
ফিরোজ ইনিউমারেশন ফর্ম পূরণ করেছিলেন। নির্বাচন কমিশন তাঁকে শুনানির জন্য নোটিশ পাঠান। ৩ জানুয়ারি শুনানিতেও গিয়েছিলেন তিনি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা-মা অর্থাৎ মোবাক মোল্লা এবং জরিনা মোল্লার নাম থাকলেও অনলাইনে ২০০২ সালের ভোটার তালিকায় মিল ছিল না বাবা-মায়ের নামের। আতঙ্কিত হন ওই যুবক। শুক্রবার সকাল ৬টা নাগাদ ঘুম থেকে উঠেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কথা বলেন। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
ফিরোজের স্ত্রী জানান, শুনানিতেও বাবা-মায়ের নাম অনলাইনে মিল না-হওয়ায় প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছিলেন ফিরোজ। আজ সকালে ঘুম থেকে ওই নিয়েই কথা বলছিলেন। তারপর ফের শুয়ে পড়েন। ডাকতে গিয়ে দেখেন নড়াচড়া করছে না। ডাকাডাকি করেন। ডাক্তারের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ফিরোজের স্ত্রীর অভিযোগ, ‘‘আমার স্বামীর মৃত্যুর জন্য এসআইআর দায়ী।’’ ফিরোজের মা জরিনাও একই অভিযোগ করেন। এ ঘটনায় কমিশন ও বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। ভেবিয়া পঞ্চায়েতের প্রধানের অভিযোগ, এসআইআরের জন্য ফিরোজ মারা গেল। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। ফিরোজের অবর্তমানে পরিবারের কী হবে, তাঁর প্রশ্ন।