‘চিকেনস নেক’-এর সুরক্ষায় মোতায়েন এস-৪০০, সীমান্তে বসল অভেদ্য আধুনিক বেড়া

January 9, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: ভারতের ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাল ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সংযোগকারী এই সরু করিডরটির সুরক্ষায় কোনো খামতি রাখা হচ্ছে না। ইতিমধ্যেই সীমান্তের প্রায় ৭৫ শতাংশ এলাকা জুড়ে বসানো হয়েছে ১২ ফুট উঁচু বিশেষ বেড়া। এই বেড়ায় ব্যবহার করা হয়েছে ‘অ্যান্টি কাটার’ এবং ‘অ্যান্টি ক্লাইম্ব’ প্রযুক্তি, যা কাটা বা টপকানো দুষ্কৃতীদের পক্ষে এক প্রকার অসম্ভব। এর সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী সিসিটিভি (CCTV) ক্যামেরা ও আধুনিক ‘এরিয়া ডমিনেশন’ ব্যবস্থা। এই প্রযুক্তির ফলে BSF জওয়ানরা এখন কন্ট্রোল রুমে বসেই সীমান্তের ‘রিয়েল-টাইম’ বা সরাসরি নজরদারি চালাতে পারছেন।

কেবল স্থলপথ নয়, আকাশপথের সুরক্ষাতেও নেওয়া হয়েছে নজিরবিহীন পদক্ষেপ। যেকোনোও ধরনের আকাশসীমা লঙ্ঘন বা হামলা প্রতিহত করতে মোতায়েন করা হয়েছে রাশিয়ার (Russia) তৈরি শক্তিশালী ‘এস-৪০০’ এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় সেনাবাহিনীতে একে ‘সুদর্শন চক্র’ নামে অভিহিত করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ‘আকাশ অ্যাডভান্সড মিসাইল সিস্টেম’ও।

অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে প্রায় ৮,১৬০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ৩৬০ ডিগ্রি সুরক্ষা কবচ। জানা গিয়েছে, এই এলাকায় নিরাপত্তার দায়িত্বে বিশেষভাবে মোতায়েন করা হয়েছে ‘ভৈরব ব্যাটেলিয়ন’-কে। সব মিলিয়ে, শিলিগুড়ি করিডরের নিরাপত্তা এখন এতটাই আঁটসাঁট করা হয়েছে যে, জল, স্থল বা আকাশ- যে কোনো পথেই অনধিকার প্রবেশ রুখতে ভারতীয় বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen