‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, ইডি-হানা ঘিরে শাহকে নিশানা করে ভিডিও-বার্তা তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩১: ইডি (ED) তল্লাশি ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আক্রমণের ঝাঁঝ আরও বাড়াল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করে একটি ভিডিও পোস্ট করল শাসকদল, যেখানে প্রশ্ন তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ভূমিকা নিয়েও।
‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’- এই ক্যাপশনে ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। ভিডিওতে কটাক্ষের সুরে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর যে মাটিতে নামতে প্রধানমন্ত্রী ‘সাহস পাননি’, সেই জায়গা থেকেই প্রশ্ন করা হচ্ছে- বিজেপির ‘চরম অব্যবস্থাপনা’র জেরে চারজন নিরপরাধ মানুষের মৃত্যুর দায় কে নেবে? শাসকদলের তরফে ভিডিওতে আরও প্রশ্ন ছোড়া হয়েছে, কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন তুললেই কি পরের বার অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে বাংলায় পাঠানো হবে?
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের (I-PAC) অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবারই শহরে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে বিজেপি এখন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। ইডি-কে দিয়ে তৃণমূলের নির্বাচনী কৌশল বা ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ হাতিয়ে নেওয়াই এই তল্লাশির মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।
ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে মামলা দায়ের করেছে আইপ্যাক ও তৃণমূল কংগ্রেস। বিষয়টি গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্তও। আদালতের আইনি লড়াই এবং রাজপথের আন্দোলনের পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়াতেও পুরোদমে প্রচারে নেমেছে ঘাসফুল শিবির।
Dear Nasty/Naughty HM @AmitShah,
This is the very ground where @narendramodi didn’t have the guts to land on 20th December. Was he afraid to face the public after four innocent lives were lost due to the sheer mismanagement of @BJP4India?
Who will take responsibility for their… pic.twitter.com/TKcHHoGDws
— All India Trinamool Congress (@AITCofficial) January 9, 2026