পেশাদার সংস্থায় কেন ED? তল্লাশি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল I-PAC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: আইপ্যাকের দপ্তর এবং কর্ণধারের বাড়িতে ED-র তল্লাশি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল কলকাতায় আই-প্যাকের (Indian Political Action Committee) দপ্তর। রাজনৈতিক পরামর্শদাতার সংস্থাটি জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে, তবে পেশাদার সংস্থার ওপর এমন পদক্ষেপকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘উদ্বেগজনক নজির’ বলে অভিহিত করেছে তারা।
বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল ইডি-র আধিকারিকরা কলকাতায় আই-প্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চালায়। আই-প্যাকের মতো একটি পেশাদার সংস্থার জন্য দিনটি অত্যন্ত কঠিন ছিল বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি তাদের বিবৃতিতে বলে, “আমরা মনে করি এই ঘটনা গুরুতর উদ্বেগের জন্ম দেয় এবং একটি অস্বস্তিকর নজির স্থাপন করল।” তবে আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তারা তদন্ত প্রক্রিয়ায় সবরকম সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছে।
নিজেদের নিরপেক্ষ অবস্থান তুলে ধরতে আই-প্যাক মনে করিয়ে দিয়েছে যে, গত এক দশকেরও বেশি সময় ধরে তারা ভারতের রাজনীতিতে পেশাদার পরামর্শদাতা হিসেবে কাজ করছে। তাদের দাবি, তারা কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না বা কোনও রাজনৈতিক পদ গ্রহণ করে না। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, বিআরএস (তৎকালীন টিআরএস), জেডিইউ এবং শিবসেনার মতো ভিন্ন ভিন্ন মতাদর্শের দলের সঙ্গে তারা কাজ করেছে। তাদের ভূমিকা শুধুমাত্র স্বচ্ছ এবং পেশাদার রাজনৈতিক পরামর্শদানের মধ্যেই সীমাবদ্ধ।
সংস্থাটি আরও জানিয়েছে, গতকালের ঘটনায় তারা বিচলিত নয়। পেশাগত সততা এবং দায়বদ্ধতার সঙ্গে তারা যেভাবে কাজ শুরু করেছিল, সেই একই লক্ষ্য নিয়ে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে।