বাংলাদেশে সংখ্যালঘু হত্যা ও নির্যাতন নিয়ে ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের

January 9, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.২০: বাংলাদেশে বেড়েই চলেছে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা। এই পরিস্থিতিতে মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) প্রশাসনকে কড়া বার্তা দিল ভারত। গত একমাসে অন্তত ৫ জন হিন্দুকে হত্যার পাশাপাশি ভাঙা হয়েছে অসংখ্য মন্দির। বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদে লাগাম টানার কড়া নির্দেশ দিল ভারত (India)। দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ইউনুস সরকারকে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলা এবং গত এক মাসে অন্তত ৫ জন হিন্দু খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে কড়া বার্তা দিল ভারত (India)। ওপার বাংলায় বাড়তে থাকা মৌলবাদ এবং মন্দির ভাঙচুরের ঘটনায় অবিলম্বে লাগাম টানার ও কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি (New Delhi)।

শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়ওসয়াল (Randhir Jaiswal) এই প্রসঙ্গে স্পষ্ট জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর উগ্রপন্থীদের হামলা এখন এক ‘উদ্বেগজনক প্রবণতা’ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনাগুলিকে ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ হিসেবে দেখিয়ে উড়িয়ে দেওয়ার প্রবণতা অপরাধীদের সাহস জোগাচ্ছে। এতে সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে। এই ধরনের সাম্প্রদায়িক হামলা রুখতে প্রশাসনকে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ করতে হবে।”

উল্লেখ্য, গত একমাসে বাংলাদেশে (Bangladesh) হিন্দু নিধনের একাধিক নৃশংস ঘটনা সামনে এসেছে। গত ১৮ ডিসেম্বর দীপু দাস (Dipu Das) নামে এক যুবককে গণপিটুনির পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়। এরপর ২৪ ডিসেম্বর অমৃত মণ্ডল এবং ৩১ ডিসেম্বর খোকন চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। দীপু দাসের ঘটনায় শুরুতে পুলিশি নিষ্ক্রিয়তা দেখা গেলেও পরে আন্তর্জাতিক চাপে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতেই এবার ইউনুস প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করল ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen