বঙ্গে এখনই বিদায় নিচ্ছে না ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা একাধিক জেলায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: তাপমাত্রায় সামান্য হেরফের হলেও এখনই রাজ্য থেকে শীত বিদায় নিচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত এবং উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের (Cold Wave) মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় পারদ আরও নামার ইঙ্গিত রয়েছে। ঠান্ডার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে ঘন কুয়াশা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দুই বর্ধমান এবং নদীয়ায় ঘন কুয়াশার জেরে ভোরের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর (Meteorological Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, ফলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবেই রাজ্যে প্রবেশ করবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুরেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।