Union Budget 2026: রবিবারই পেশ হবে বাজেট, প্রকাশ্যে সংসদীয় নির্ঘণ্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: সমস্ত জল্পনার অবসান। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট এবং সংসদীয় অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্র। তবে এবারের বাজেটে সবথেকে বড় চমক হলো বার। রীতি ভেঙে ছুটির দিন অর্থাৎ রবিবারই সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট।
কবে শুরু অধিবেশন?
সংসদ সূত্রে খবর, আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্ব: ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
দ্বিতীয় পর্ব: ৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত।
এক নজরে বাজেট অধিবেশনের নির্ঘণ্ট:
সংসদীয় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্বের সূচি নিম্নরূপ:
২৮ জানুয়ারি: প্রথা মেনে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২৯ জানুয়ারি: ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানের কারণে সেদিন সংসদে কোনও অধিবেশন বসবে না।
৩০ জানুয়ারি: সংসদে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে (Economic Survey)। রাজ্যসভায় শুধুমাত্র এই সংক্রান্ত নথি পেশ করা হবে।
৩১ জানুয়ারি: অধিবেশন মুলতুবি থাকবে (শনিবার)।
১ ফেব্রুয়ারি: রবিবার হলেও এদিন বিশেষ অধিবেশন বসবে এবং ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি: রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব এবং বাজেটের ওপর আলোচনা চলবে।
এরপর এক মাসের বিরতি শেষে ৯ মার্চ থেকে ফের শুরু হবে অধিবেশন, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মন্ত্রক ধরে ধরে অনুদান বা বরাদ্দের দাবি নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে।
সাধারণত রবিবার সংসদ বন্ধ থাকে। কিন্তু এবার ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায় প্রশ্ন উঠেছিল, বাজেট কি পিছিয়ে ২ ফেব্রুয়ারি করা হবে? কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। মোদী সরকারের আমলে ২০১৭ সাল থেকে ফেব্রুয়ারির শেষ দিনের পরিবর্তে ১ ফেব্রুয়ারি বাজেট পেশের নতুন রীতি চালু হয়। সেই তারিখ বজায় রাখতেই রবিবার সংসদ সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, এর আগে ২০১২ এবং ২০২০ সালেও রবিবার সংসদে অধিবেশন বসেছিল।