আইপ্যাকে ED হানায় নথি চুরির অভিযোগ, প্রতীকের বাড়িতে CCTV ফুটেজ ও DVR পরীক্ষা পুলিশের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৭: আইপ্যাক (I-PAC) দফতর ও আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি (ED) তল্লাশির ঘটনায় সংঘাত আরও তীব্র হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ‘নথি চুরি’র অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা জোড়া FIR-র ভিত্তিতে জোরকদমে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার সকালেই সেক্সপিয়র সরণী থানার পুলিশ আধিকারিকরা ৭ লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে তদন্তে যান।
পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে শনিবার সকালে প্রতীক জৈনের (Pratik Jain) আবাসন থেকে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর (DVR) বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার আবাসনের নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য কাজে কোন কর্মীরা যুক্ত ছিলেন, তা জানতে ফেসিলিটি ম্যানেজারকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি, আবাসনের নিরাপত্তারক্ষী এবং প্রতীক জৈনের বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়াও শুরু করেছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ, সেই সময় সেখানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি ছিল। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ঘটনাস্থলে পৌঁছন এবং ইডি আধিকারিকদের হাত থেকে সেই সব নথি সংগ্রহ করেন। এরপরই ইডি-র বিরুদ্ধে তথ্য ও নথি চুরির অভিযোগ এনে সেক্সপিয়র সরণী থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
রাজ্যের তরফে দায়ের করা এফআইআর-এ আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, তল্লাশি চলাকালীন সিআরপিএফ জওয়ানরা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (DC) সহ উচ্চপদস্থ আধিকারিকদের ধাক্কা দেয় ও হেনস্থা করে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ আধিকারিকদের পোশাকে থাকা বডি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের শীর্ষ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে, বৃহস্পতিবারই ইডি-র তরফেও পাল্টা অভিযোগ জানিয়ে সেক্সপিয়র সরণী থানায় ই-মেল করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগকারী ইডি আধিকারিককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে পুলিশ। যেহেতু মুখ্যমন্ত্রীর অভিযোগপত্রে নির্দিষ্টভাবে ‘নথি চুরি’র কথা উল্লেখ রয়েছে, তাই ইডি-র ওই তল্লাশি দলে কোনও ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন কি না, জেরায় তাও জানতে চাওয়া হবে বলে জানা গিয়েছে।