বাংলায় কথা বলায় আপত্তি! মুম্বইয়ে ‘খুন’ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ গেল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker)। বাংলায় কথা বলা নিয়ে বিবাদের জেরে মুম্বইয়ে সহকর্মীদের হাতে খুন হতে হলো মুর্শিদাবাদের এক যুবককে। নিহতের নাম রিন্টু শেখ (৩০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলা থানার আমডহরা গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, রিন্টু পেশায় রাজমিস্ত্রি ছিলেন। গত সাত মাস ধরে তিনি নবি মুম্বইয়ের উলবে থানা এলাকার সেক্টর ২৪-এ একটি বহুতল নির্মাণের কাজ করছিলেন। শুক্রবার রাতে সেখানে কর্মরত উত্তরপ্রদেশের কয়েকজন শ্রমিকের সঙ্গে রিন্টুর বচসা হয়। পরিবারের অভিযোগ, রিন্টু বাংলায় কথা বলায় আপত্তি জানায় ওই সহকর্মীরা। সেই বিবাদের জেরে গভীর রাতে লোহার রড ও ভারী যন্ত্র দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয়।
শনিবার সকালে গ্রামে মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। রিন্টুর স্ত্রী, দেড় বছরের সন্তান, মা ও ভাইদের নিয়ে চরম সংকটে পড়েছে পরিবারটি। নির্মাণ সংস্থার তরফে মৃতদেহ গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার অভিযোগ করেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাঙালি শ্রমিকদের ওপর পরিকল্পিতভাবে অত্যাচার চালানো হচ্ছে।”