অভিষেকের অভিযোগের জের, জীবিতদের ‘মৃত’ দেখানোয় তিন BLO-কে শোকজ কমিশনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: জীবিত ভোটারদের ‘মৃত’ হিসেবে চিহ্নিত করার গাফিলতির জেরে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার সন্ধ্যায় কমিশনের তরফে দক্ষিণ ২৪ পরগনার সংশ্লিষ্ট তিনটি বুথের বুথ লেভেল অফিসারদের (BLO) শোকজ (Show-cause) করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন জানতে চেয়েছে, কী ভাবে এত বড় ত্রুটি ঘটল।
ঘটনার সূত্রপাত গত ২ জানুয়ারি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মঞ্চে তিন জন ভোটারকে হাজির করেন। তিনি অভিযোগ করেন, ওই তিন ব্যক্তি-মনিরুল মোল্লা, মায়া দাস এবং হরেকৃষ্ণ গিরি, জীবিত থাকা সত্ত্বেও কমিশনের তালিকায় তাঁদের ‘মৃত’ দেখানো হয়েছে। জনসমক্ষে অভিষেক প্রশ্ন তোলেন এবং কমিশনের কাছে জবাবদিহি দাবি করেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দ্রুত তদন্ত শুরু করে কমিশন। জেলাশাসকের রিপোর্টের ভিত্তিতে জানা যায়, এই ভুলটি ‘অনিচ্ছাকৃত’ ভাবে ওয়েবসাইটে তথ্য আপলোডের সময় ঘটেছে। গাফিলতির কারণে সংশ্লিষ্ট BLO-দের কৈফিয়ত তলব করা হয়েছে। পাশাপাশি, ওই ভোটারদের বাড়িতে গিয়ে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার কাজও শুরু হয়েছে বলে কমিশন সূত্রে খবর।