কোহলি–রোহিত শো দিয়ে শুরু হচ্ছে ওডিআই সিরিজ, তারকাহীন নিউজিল্যান্ডের সামনে আজ পূর্ণ শক্তির ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে আজ, আর প্রথম ম্যাচেই নজরের কেন্দ্রে বিরাট কোহলি ও রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকলেও, এই ওডিআই সিরিজে দুই সিনিয়র তারকার ফর্মই ভারতের এগিয়ে যাওয়ার বড় ভরসা। পূর্ণ শক্তির ভারতীয় দল নামছে, অন্যদিকে একাধিক নিয়মিত তারকাকে ছাড়া নতুন মুখে সাজানো নিউজিল্যান্ড।
বিজয় হাজারে ট্রফির লিগ পর্বে খেলেই বড় রান তুলে নিজেদের ফর্মের বার্তা দিয়েছেন কোহলি ও রোহিত। তাই আগামী সাত দিনে তিনটি ওডিআইয়ে তাঁদের দিকেই থাকবে আলোকপাত। পাশাপাশি নজর থাকবে ভারত অধিনায়ক শুভমন গিলের উপর। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর গিল কীভাবে নিজেকে মেলে ধরেন, সেটাই বড় প্রশ্ন। তাঁর প্রত্যাবর্তনে ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন যশস্বী জয়সওয়াল, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে নিজের প্রথম ওডিআই শতরান করেছিলেন।
মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের ফেরা ব্যাটিং অর্ডারে স্থিতি ফেরাবে বলেই মনে করছে দল। উইকেটকিপার হিসেবে কেএল রাহুলের ভূমিকা বজায় থাকায় এখনও দ্বিতীয় পছন্দ হিসেবেই রয়েছেন ঋষভ পন্থ। অলরাউন্ড বিভাগে সম্পূর্ণ ফিট রবীন্দ্র জাডেজা, সঙ্গে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব স্পিন আক্রমণের দায়িত্ব সামলাবেন। বুমরাহ ও হার্দিক বিশ্রামে থাকায় পেস আক্রমণের ভার সিরাজ, অর্শদীপ, প্রসিধ কৃষ্ণ ও হর্ষিত রানার উপর।
এই ম্যাচের আরেকটি বিশেষত্ব—নবনির্মিত বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই প্রথম পুরুষদের আন্তর্জাতিক ওডিআই। অন্যদিকে, নিউজিল্যান্ড দল এসেছে একেবারে নতুন চেহারায়। একাধিক অভিজ্ঞ তারকা না থাকলেও ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ইয়াং ও গ্লেন ফিলিপসদের নিয়ে কিউই ব্যাটিং এখনও যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে এই সিরিজে নিজেদের গভীরতা যাচাই করতে চাইবে ব্ল্যাক ক্যাপসরা।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই শুরু হবে রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে।