SIR: সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে যোগী-রাজ্যেই! ঘুম উড়েছে বিজেপির

January 11, 2026 | 2 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: এই মুহূর্তে যে ১২টি রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে যোগী-রাজ্যেই। আর তাতেই ঘুম উড়েছে বিজেপির। পরিস্থিতি এমন যে, বেশ কিছু আসনে গত নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের ব্যবধানের থেকেও বেশি নাম বাদ পড়ে গিয়েছে।

SIR শুরুর আগে বিজেপি নেতারা বারবার দাবি করছিলেন, পশ্চিমবঙ্গে অন্তত ১ কোটি মানুষের নাম বাদ পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। পশ্চিমবঙ্গে বাদ পড়েছে ৫৮ লক্ষের কিছু বেশি নাম। আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রায় তিন কোটি, সঠিকভাবে বললে ২ কোটি ৮৯ লক্ষ। আর তাতেই ঘুম উড়েছে বিজেপির। পরিস্থিতি এমন যে, বেশ কিছু আসনে গত নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের ব্যবধানের থেকেও বেশি নাম বাদ পড়ে গিয়েছে। তার জেরে আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। ঘন ঘন তাঁরা আলোচনায় বসছেন।

এসআইআরের সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে রাজধানী লখনউয়ে। সেখানে ৩০ শতাংশ ভোটারের নামই বাদ চলে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গাজিয়াবাদে ২৮ শতাংশ নামই বাতিল। বলরামপুর, কানপুর, প্রয়াগরাজ, মিরাট, গৌতম বুদ্ধ নগর, হাপুর, সাহারানপুর এবং আগ্রাতেও প্রচুর ভোটারের নাম খসড়া তালিকায় নেই। গত বিধানসভা নির্বাচনের নিরিখে দেখলে এর জেরে বহু আসনে বিজেপি এক লক্ষের বেশি ভোট হারাতে পারে। সেক্ষেত্রে যে সব আসনে গতবার ৫ হাজার থেকে ২০ হাজার ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল, সেখানে জেতা মুশকিল হতে পারে বলে মনে করছে পদ্মশিবির।

এছাড়া দলের তরফে অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যে আসনে মুসলিম জনসংখ্যা বেশি সেখানেও বিজেপি তাদের নিজস্ব ভোটব্যাঙ্ক হারাতে পারে। এই ক্ষতি সামলাতে নতুন ভোটারদের টার্গেট করতে চাইছে বিজেপি। তরুণ প্রজন্ম যাতে তালিকায় নাম তুলতে পারে তার জন্য বৈঠকে সাংগঠনিক নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen