সিরিয়ায় মার্কিন বায়ুসেনার তাণ্ডব, আইএসের ৩৫টি ঘাঁটিতে আঘাত আমেরিকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: মধ্যপ্রাচ্যে ফের শক্তি প্রদর্শন করল আমেরিকা। ভেনেজুয়েলার পর এবার সিরিয়ার মাটিতে বড়সড় সামরিক অভিযান চালাল মার্কিন বাহিনী। আকাশপথে চালানো এই অভিযানে ইসলামিক স্টেটের অন্তত ৩৫টি ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন সেনার দাবি, এই হামলার মূল উদ্দেশ্য ছিল আইএসের পরিকাঠামো ও অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়া।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স জানান, সিরিয়াজুড়ে আইএস জঙ্গিদের লক্ষ্য করেই এই সমন্বিত আক্রমণ চালানো হয়েছে। তাঁর স্পষ্ট বার্তা, “আমাদের যোদ্ধাদের উপর হামলা হলে তার পরিণতি ভয়াবহ হবে। বিশ্বের যে কোনও প্রান্তে থাকুক না কেন, হামলাকারীদের খুঁজে বের করেই শাস্তি দেওয়া হবে।”
উল্লেখ্য, গত ডিসেম্বরে সিরিয়ায় মার্কিন সেনাদের একটি বৈঠকের সময় অতর্কিতে হামলা চালায় আইএসের এক জঙ্গি। সেই গুলিবর্ষণে প্রাণ হারান দুই মার্কিন সেনা জওয়ান ও এক মার্কিন নাগরিক। আহত হন আরও তিন সেনা। পালটা গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়। ঘটনার পরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন।
সূত্রের খবর, বর্তমানে সিরিয়ায় এখনও প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর আগেও ডিসেম্বরে মধ্য সিরিয়ার প্রায় ৭০টি জায়গায় রকেট হামলা চালানো হয়েছিল, যেখানে আইএসের ঘাঁটি ও অস্ত্র মজুত থাকার তথ্য মিলেছিল। ট্রাম্প সে সময় সোশাল মিডিয়ায় লেখেন, আইএসের ‘দুর্গ’ ধ্বংস করতেই এই অভিযান।
তবে সাম্প্রতিক হামলায় কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে পেন্টাগন বা আইএস—কেউই এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে এই নতুন অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।