অপপ্রচার, বিচ্ছেদ ও আর্থিক বিপর্যয়, জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন মেরি কম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: ভারতীয় বক্সিংয়ের জীবন্ত কিংবদন্তি এমসি মেরি কম সম্প্রতি নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের ভাঙন, আর্থিক বিপর্যয় এবং লাগাতার মানসিক চাপ তাঁকে কার্যত ভেঙে দিয়েছিল। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন, অলিম্পিক ব্রোঞ্জজয়ী এই তারকা ক্রীড়াবিদ বলেছেন, সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে চলা কুৎসা আর সহ্য করা সম্ভব হচ্ছিল না বলেই মুখ খুলতে বাধ্য হয়েছেন।
দীর্ঘ দুই দশকের দাম্পত্যের পর ২০২৫ সালে মণিপুরি স্বামী ওনলারের সঙ্গে বিচ্ছেদ ঘটে মেরি কমের। ২০২২ কমনওয়েলথ গেমসের আগে গুরুতর চোট পেয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার সময়ই তিনি বুঝতে পারেন, তাঁর জীবনের বাস্তবতা তিনি এতদিন জানতেন না। মেরি কমের অভিযোগ, তাঁর অজান্তেই সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে, এমনকি নিজের উপার্জনে কেনা জমিও হাতছাড়া হয়েছে।
এই পরিস্থিতিতে উল্টো তাঁকেই ‘লোভী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন মেরি। তাঁর কথায়, “আমার ব্যক্তিগত কথাবার্তা বিকৃত করে প্রকাশ করা হচ্ছে, চরিত্র হননের চেষ্টা চলছে। আমি চুপ ছিলাম, কিন্তু সেই নীরবতাকেই দুর্বলতা ভেবে আক্রমণ বাড়ানো হয়েছে।”
চার সন্তানের মা মেরি কম জানান, ভেঙে পড়ার সময়ও তাঁর সামনে দাঁড়ানোর কারণ ছিল সন্তানদের ভবিষ্যৎ। আইনি পথে না গিয়ে তিনি শুধু একটাই আবেদন জানিয়েছেন—তাঁকে একা থাকতে দেওয়া হোক, অপপ্রচার বন্ধ হোক।
সব প্রতিকূলতার মধ্যেও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। নিজের ভাষায়, “আমার জীবনটাই যেন একটা দীর্ঘ বক্সিং ম্যাচ। কিন্তু আমি লড়ব, কারণ লড়াই করতেই তো আমি শিখেছি।”