মা হলেন গায়িকা ও বিধায়ক অদিতি মুন্সী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৪৫: নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় খুশির খবর। গায়িকা ও জনপ্রতিনিধি অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর সংসারে এসেছে নতুন অতিথি। মা–বাবা হলেন এই দম্পতি। তাঁদের কোলজুড়ে এসেছে এক পুত্র সন্তান।
মিষ্টি হাসি আর সহজ-সরল চেহারায় অদিতি মুন্সীকে বাংলার দর্শক চেনেন মূলত কীর্তন ও ভক্তিগানের জগতে। সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি তিনি বর্তমানে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অদিতি।
বিয়ের প্রায় সাত বছর পর তাঁদের জীবনে এল নতুন অধ্যায়। এইদিন সকাল প্রায় ১০টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন অদিতি মুন্সী। বেশ কিছুদিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল একটি জনপ্রিয় গানের রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে।
নতুন অতিথিকে ঘিরে পরিবার ও অনুরাগীদের মধ্যে এখন আনন্দের আবহ।