পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লার ভিডিও ভাইরাল, হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানে বসে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: কাশ্মীর উপত্যকার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতের সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলার ক্ষত আজও দগদগে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় ২৬ নিরীহ নাগরিকের মৃত্যু ভারতের ইতিহাসে স্থায়ী এক শোকচিহ্ন নির্মাণ করেছে। গোটা দেশকে কাঁদিয়েছে পহেলগাঁও। সেই হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লা কাসুরির একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লা কাসুরি সম্প্রতি স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সেখানেই পাক আর্মির সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানানোর পাশাপাশি ভারতের উদ্দেশ্যেও হুমকি দিয়েছে। ভারত তাকে ভয় পায় বলেও স্কুলের বাচ্চাদের সামনে দাবি করেছে এই কুখ্যাত জঙ্গি। স্কুলের ওই অনুষ্ঠানের জঙ্গি হাফিজ় সঈদের এই সঙ্গীর বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই বিষয়টি সামনে এসেছে।
স্কুলের অনুষ্ঠানে সইফুল্লা বলেছে, ‘পাক সেনা জওয়ানদের অন্ত্যোষ্টির প্রার্থনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছিল পাক আর্মি।’ পাকিস্তান সেনা জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে নাশকতা চালানোর কাজে ব্যবহার করে। দীর্ঘদিন ধরেই ভারত এই অভিযোগ তুলে আসছে। যদিও পাক সরকার প্রকাশ্যে এই দাবি স্বীকার করে না। কিন্তু অতীতে বহু ঘটনার মাধ্যমে পাক সেনা ও জঙ্গিদের মধ্যে সম্পর্কের বিষয়টি সামনে এসেছে।
পাকিস্তানের কাসুরের বাসিন্দা সইফুল্লা। পহেলগাঁওকাণ্ডের চার্জশিটে সেই বিষয়টি উল্লেখ করে এনআইএ জানিয়েছে, তাঁর মাথার দাম ১০ লক্ষ। তাঁকে ধরার ব্যাপারে তথ্য দিতে পারলে মিলবে এই আর্থিক পুরস্কার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে তাঁকে নিষিদ্ধ জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছে। পাক সেনার সঙ্গে তাঁর যোগাযোগের আগেও ‘প্রমাণ’ মিলেছে। পহেলগাঁও হামলার তদন্তের সময় জানা গিয়েছিল, পাক সেনায় যথেষ্ট ‘প্রভাব’ ছিল সইফুল্লার। পহেলগাঁও হামলার মাস দুই আগে পাকিস্তানের পঞ্জাবের কাঙ্গলপুরে তাঁকে দেখা গিয়েছিল।