SIR in Bengal: BLO-দের নয়া দায়িত্ব, প্রযুক্তির গোলে গোলকধাঁধায় কমিশন?

January 11, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: কাজ আর কমছে না! প্রায় তিন মাস ধরে কাজ চলার পর ফের বুথস্তরের আধিকারিক বা BLO-দের নতুন দায়িত্ব দিল নির্বাচন কমিশন। ২০০২ সালের SIR-র তালিকায় নাম থাকার পরও যাঁদের কোনও কারণে ম্যাপিং হয়নি, তাঁদের তথ্য সংগ্রহ করে আপলোড করতে হবে BLO-দের। আপলোড করার পাশাপাশি ‘সার্টিফাই’ও করতে হবে BLO-দের, এই মর্মেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এবারের SIR-র ভিত্তিবর্ষ অর্থাৎ ২০০২ সালের তালিকায় যে ভোটারদের নাম রয়েছে, তাঁদের অনেককেই শুনানির জন্য ডাকা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির জেরে ম্যাপিংয়ে আসছে না। কমিশন জানিয়েছে, এমন ভোটারদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই। BLO বাড়িতে গিয়ে যাচাই করবে। তারপর আবার সেই তথ্য বিএলও-দের নতুন করে আপলোড করতে হবে।

বাংলা-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ নভেম্বর। বাংলায় ইনিউমারেশন পর্ব শেষ হয়েছে ১১ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন জানায়, ‘আনম্যাপড’ তালিকায় থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। সেই কাজ চলছে। এছাড়াও লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁদেরও শুনানিতে হাজির হতে হবে। তাঁদের তথ্য যাচাই করে দেখবে কমিশন। তথ্যগত যুক্তিযুক্ত অসঙ্গতির তালিকায় (লজিক্যাল ডিসক্রিপেন্সি) এক কোটি ৩৬ লক্ষের নাম ছিল। ২ জানুয়ারি কমিশন জানায় লজিক্যাল ডিসক্রিপেন্সি-র সংখ্যা কমেছে। এক কোটি ৩৬ লক্ষ নয়, তথ্যগত ‘অসঙ্গতি’র সংখ্যা কমে দাঁড়ায় ৯৪ লক্ষ ৪৯ হাজার।

‘নো ম্যাপিং’-র পর ‘প্রজেনি ম্যাপিং’ ভোটারদের শুনানির জন্য ডাকার তোড়জোড় শুরু করেছে কমিশন। ‘প্রজেনি ম্যাপিং’ হল ছয়ের বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে এমন। অভিভাবক এক জন, তাঁর সন্তান হিসাবে ছ’জন তাঁর নামে ছ’টি ইনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন। ১০০ জন ভোটারের বাবার নাম এক, এমন ঘটনাও আছে। ‘প্রজেনি ম্যাপিং’-র তালিকায় রয়েছে প্রায় ২৪ লক্ষ ভোটার। শুনানিতে এমন ভোটারদের ডাকার প্রক্রিয়া শুরু হতে চলেছে। নোটিশ তৈরি হয়ে গিয়েছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen