‘চিন্তা করো না’, দেশবাসীকে ভেঙে না-পড়ার বার্তা জেলবন্দি মাদুরোর

January 11, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: ট্রাম্প বন্দি করে এনেছেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে। মার্কিন জেলে বন্দি থাক অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মাদুরো। আমেরিকায় থেকে উকিলের মাধ্যমে পাঠানো নিকোলাসের বার্তা প্রকাশ্যে এনেছেন তাঁর পুত্র তথা ভেনেজুয়েলার সাংসদ মাদুরো গুয়েরা। মাদুরো জানান, ‘চিন্তা করো না, আমি একজন যোদ্ধা।’

‘ইউনাইটেড সোশালিস্ট পার্টি’র নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে মাদুরো-পুত্র গুয়েরা বলেন, “উকিলের মাধ্যমে আমেরিকা থেকে বার্তা পাঠিয়েছেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। উকিল বলেছেন, তিনি যথেষ্ট শক্ত। চিন্তা করার কোনও প্রয়োজন নেই।’’ বার্তায় মাদুরো জানিয়েছেন, “আমরা ঠিকঠাক আছি। আমি একজন যোদ্ধা।” উল্লেখ্য, ‘ইউনাইটেড সোশালিস্ট পার্টি’ হল ভেনেজুয়েলার শাসক দল।
অন্যদিকে, মাদুরো ও তাঁর স্ত্রীকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেলসি বলেন, ভেনেজুয়েলার শাসন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলায় অভিযান চালায় আমেরিকা। শোয়ার ঘর থেকে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায়। সকলে স্তম্ভিত হয়ে যায় এই অভিযানে। এরপর সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন নিকোলাসের পুত্র মাদুরো গুয়েরা। অডিও বার্তায় ভেনেজুয়েলার জনগণকে পথে নামার আহ্বান জানান গুয়েরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen