এক কোটি ৭৫ লক্ষ ইনস্টাগ্রাম ইউজারের তথ্য হ্যাকারদের হাতে! কী বলছে Meta?

January 11, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: চাঞ্চল্যকর অভিযোগ! ফাঁস হয়ে গিয়েছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য। অভিযোগ, বিপুল সংখ্যক ইনস্টাগ্রাম ইউজারের তথ্য সাইবার অপরাধীরা হাতিয়ে ফেলেছেন। জানা যাচ্ছে, এক কোটি ৭৫ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। তথ্য ফাঁসের এ-ঘটনা প্রকাশ্যে এনেছে সফটওয়্যার সংস্থা ম্যালওয়্যারবাইটস। এই অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করেন ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা মেটা।

৯ জানুয়ারি এই তথ্য ফাঁসের খবর প্রথম প্রকাশ্যে আনে ম্যালওয়্যারবাইটস। সংস্থার দাবি, ২০২৪ সাল থেকে তথ্য ফাঁসের কাণ্ড চলছে। জানা গিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি-সহ আরও অনেক তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সংস্থার আরও দাবি, ‘‘ডার্ক ওয়েবে সেই তথ্য বিক্রির জন্য রয়েছে। সাইবার অপরাধীরা চাইলে তা নিতে পারবে।’’ ভারতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৮ কোটি। বিশ্বে সর্বাধিক। ফলে বিপুল সংখ্যক ভারতীয়দের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।

ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, নিয়মমতো ডার্ক ওয়েব স্ক্যান করার সময় এই তথ্য ফাঁসের বিষয়টি নজরে পড়েছে। প্রসঙ্গত, সম্প্রতি বহু ইউজার অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টাতে ইমেল করেছে ইনস্টাগ্রাম। ম্যালওয়্যারবাইটসের দাবি, ইমেলের আসল কারণ তথ্য ফাঁস। ম্যালওয়্যারবাইটস-র আশঙ্কা, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের যে ধরনের তথ্য ফাঁস হয়েছে, তার মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট হ্যাক করা হতে পারে। তাঁদের অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও লগ ইন করে ফেলতে পারেন হ্যাকাররা। তবে মেটা এখনও কিছুই জানায়নি এই বিষয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen