শুরু হচ্ছে নোনাডাঙা বস্তির আগুনে ভস্মীভূত ঘর নির্মাণের কাজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫০: শীতের রাতে শেষ হয়ে গিয়েছিল স্বপ্ন। পুড়ে গিয়েছিল ঘর, তাঁদের স্বপ্ন বোনার কাজ শুরু হচ্ছে। নোনাডাঙা বস্তির পুড়ে যাওয়া কিছু ঘর নতুন করে গড়ে দেবে কলকাতা পুরসভা। আপাতত ঠিক হয়েছে, মোট ৫৩টি ঘর তৈরি করে দেওয়া হবে।
গত বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের জেরে আনন্দপুরের নোনাডাঙা বস্তির অধিকাংশ ঝুপড়ি ঘর পুড়ে যায়। জানা গিয়েছে, নোনাডাঙা বস্তিতে মোট প্রায় ১০০টি ঘর ছিল। জানা গিয়েছে, ওই বস্তির প্রায় ৫০টিরও বেশি ঘর সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পাশে দাঁড়াতে কলকাতা পুরসভা নতুন করে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ৫৩টি ঘর তৈরি করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপাতত আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য চীনা মন্দিরের এক কমিউনিটি হলে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাঁদের খাবার ও প্রাথমিক প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। গত বৃহস্পতিবার ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। সেই রিপোর্ট মিললেই আগুন লাগার কারণ জানা যাবে। সূত্রের খবর, সব প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহ থেকে নতুন ঘর তৈরির কাজ শুরু করা হবে।