রবি সন্ধ্যায় মেট্রোয় ঝাঁপ, ঘণ্টাখানেক ভাঙাপথে চলার পর স্বাভাবিক পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৮: আবারও মেট্রো বিভ্রাট! রবিবার সন্ধ্যায় নেতাজি ভবন স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। যার জেরে ছুটির দিনের সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বন্ধ রইল পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক দক্ষিণেশ্বর থেকে ময়দান ও মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে ভাঙা পথে মেট্রো চলল। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ফের সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে বলে খবর।
কলকাতা মেট্রো সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৩২ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দেন। তৎক্ষণাৎ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আপ ও ডাউন; দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়। ময়দান ও টালিগঞ্জর মাঝে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। ওই সময় প্রায় ঘণ্টাখানেক দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা মিলছিল। সন্ধ্যা ৭টা ২২ মিনিট নাগাদ সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা চালু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ব্লু লাইনে বার বার ব্যাহত হচ্ছে পরিষেবা। একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সপ্তাহদুয়েক আগেও নেতাজি ভবন স্টেশনে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক যাত্রী। আবার ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। কোনওভাবেই কেন আত্মহত্যা ঠেকানো যাচ্ছে না? তা ঘিরে উঠছে প্রশ্ন।