প্রাক্তন নৌসেনাপ্রধানকেও শুনানিতে ডাক! ৮২ বছরের প্রবীণকে পাড়ি দিতে হবে ১৮ কিলোমিটার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: দেশের হয়ে লড়াই করা সৈনিককেও ভারতীয় হিসাবে প্রমাণ দিতে হবে! প্রাক্তন নৌসেনাপ্রধানকেও নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরের শুনানিকেন্দ্রে যেতে হবে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল অরুণ প্রকাশকে।
২০ বছর আগে অবসর নিয়েছেন অ্যাডমিরাল অরুণ প্রকাশ। এখন তাঁর বয়স ৮২ বছর। স্ত্রীর বয়স ৭৮।
অবসরপ্রাপ্ত নৌসেনাকর্তা এখন সস্ত্রীক গোয়ায় থাকেন। গোয়াতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তাতে নামও উঠেছে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল অরুণ এবং তাঁর স্ত্রীর। সম্প্রতি তাঁদের শুনানির নোটিশ পাঠিয়েছে কমিশন। নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি শুনানিকেন্দ্রে হাজির হতে হবে তাঁদের। নৌসেনার প্রাক্তন প্রধান ও তাঁর স্ত্রী দু’জনকেই ডাকা হয়েছে। বৃদ্ধ দম্পতিকে একই দিনে ডাকা হয়নি। দু’জনকে আলাদা আলাদা দিনে শুনানিকেন্দ্রে ডাকা হয়েছে। সমাজ মাধ্যমে পোস্ট করে এমনই জানিয়েছেন প্রাক্তন নৌসেনাপ্রধান।
সমাজ মাধ্যমে অরুণ প্রকাশ জানিয়েছেন, তাঁরা শুনানিকেন্দ্রে যাবেন। অভিমানও ঝরে পড়েছে ওই পোস্টে। এই বয়সেও ১৮ কিলোমিটার দূরে ডেকে পাঠানো হয়েছে, তাও উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। তিনি লেখেন, ২০ বছর আগে তিনি অবসর নিয়েছেন। তার পর থেকে কখনও কোনও বিশেষ সুবিধা চাননি। কখনও দরকারও হয়নি। তিনি এবং তাঁর স্ত্রী এসআইআর ফর্ম পূরণ করেছিলেন। গোয়ার খসড়া তালিকায় নাম দেখে খুশিও হয়েছিলেন। তবে তাঁরা কমিশনের নোটিশ অনুসারে চলবেন, বলেই জানিয়েছেন সমাজ মাধ্যমের পোস্টে। নির্বাচন কমিশনকে কিছু ‘পরামর্শ’ও দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “যদি এসআইআর-র ফর্মগুলি প্রয়োজনীয় তথ্য জানাতে না-পারে, তবে ফর্ম সংশোধন করা উচিত। বিএলও আমাদের বাড়িতে তিনবার এসেছিলেন। তিনি চাইলে আরও তথ্য চাইতে পারতেন।”