SIR in Bengal: চা শ্রমিকদের ক্ষেত্রে কাজ করার নথিকে মান্যতা কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: চলছে SIR, ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আম নাগরিক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে এবার উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের কাজ করার নথিকে মান্যতা দিল নির্বাচন কমিশন। কর্মসংস্থানের নথি থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন শ্রমিকেরা। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই জানিয়েছে কমিশন।
কমিশন জানিয়েছে, চা ও সিঙ্কোনা বাগানে কর্মরতরা কর্মসংস্থানের কাগজ দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। উত্তরবঙ্গের সাত জেলার বাসিন্দাদের জন্য এই মর্মে নির্দেশ দিয়েছে কমিশন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকেরা এই সুযোগ পাবেন।
ভোটার তালিকায় নাম তোলার জন্য যে যে নথির কথা জানিয়েছিল কমিশন, উত্তরবঙ্গের চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকদের অনেকেরই সেই সব নথি নেই। বংশপরম্পরায় তাঁরা সেখানে কাজ করছেন। ৩১ ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল কমিশনের কাছে ওই শ্রমিকদের কাজ করার কাগজকে নথি হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেন। উল্লেখ্য, চা বাগানে কাজ করার জন্য শ্রমিকদের বিশেষ কর্মসংস্থানের কাগজ দেওয়া হয়। বাইরের কেউ তা সহজে তৈরি করতে পারেন না। শ্রমিকদের কর্মসংস্থানের কাগজকে SIR-র নথি হিসাবে মান্যতা দেওয়ার দাবি জানানো হয়। রবিবার চিঠি পাঠায় কমিশন। উত্তরবঙ্গের সাত জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে পাঠানো হয়েছে সেই নির্দেশ।