সাতসকালে রেড রোডে দুর্ঘটনা! রেলিংয়ে ধাক্কা মালবোঝাই লরির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: সোমবার সাতসকালে দুর্ঘটনা রেড রোডে! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে পণ্যবোঝাই লরি। লরিটিও কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে। রেলিংয়েরও বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ভিতরে আটকে পড়েছিলেন চালক। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। লরির জানলা কেটে উদ্ধার করা হয় চালককে। এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি আহত চালক।
দুর্ঘটনার জেরে সকালের দিকে রেড রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে আম্বেদকরের মূর্তিটি। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কী কারণে দুর্ঘটনা ঘটাল, তার অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, শীতের সকালে কুয়াশা ঢাকা রেড রোডে ছুটে আসছিল মালবোঝাই লরি। উল্টোদিকে থেকে আসছিল বাস। লরিরচালক গাড়ির বেগ নিয়ন্ত্রণ করতে গেলে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই লরিটি রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। কাছেই ছিল বিআর আম্বেদকরের মূর্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আর একটু এগোলেই লরিটি ধাক্কা দিত আম্বেদকরের মূর্তিতে। অল্পের জন্য মূর্তিটি রক্ষা পেয়ে গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেড রোডে পৌঁছয় ময়দান থানার পুলিশ। ডাকা হয় দমকল। লরির ভিতরে আটকে পড়া চালককে উদ্ধারের জন্য জানলা কাটতে হয়। চালককে তড়িঘড়ি এসএসকএম হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি সংকটমুক্ত বলে খবর। কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।